কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
১০. কুরবানীর অধ্যায়
হাদীস নং: ২৭৯২
আন্তর্জাতিক নং: ২৮০১
৮২. কুরবানীর পশুর বয়স কত হবে সে সম্পর্কে।
২৭৯২. মুসাদ্দাদ (রাহঃ) ..... বারা ‘ইবনে আযিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু বুরদা নামক আমার জনৈক মামা ঈদের নামাযের আগে কুরবানী করেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তঁকে বলেনঃ তোমার বকরী তো গোশত হয়েছে (কুরবানী হয়নি)। তখন তিনি বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্ ! আমার নিকট মোটা-তাজা ভেড়ার বাচ্চা আছে (আমি কি তা যবেহ করতে পারি)? তিনি বলেনঃ তুমি ঐটিকে যবেহ কর। তবে তুমি ছাড়া আর কারও জন্য এরূপ বৈধ নয়।
باب مَا يَجُوزُ مِنَ السِّنِّ فِي الضَّحَايَا
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عَامِرٍ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ ضَحَّى خَالٌ لِي يُقَالُ لَهُ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " شَاتُكَ شَاةُ لَحْمٍ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ عِنْدِي دَاجِنًا جَذَعَةً مِنَ الْمَعْزِ فَقَالَ " اذْبَحْهَا وَلاَ تَصْلُحُ لِغَيْرِكَ " .
