কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

১০. কুরবানীর অধ্যায়

হাদীস নং: ২৭৮৪
আন্তর্জাতিক নং: ২৭৯৩
৮১. কুরবানীর জন্য কোন ধরনের পশু উত্তম।
২৭৮৪. মুসা ইবনে ইসমা‘ঈল (রাহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) সাতটি উটকে দাঁড়িয়ে থাকা অবস্থায় নহর (কুরবানী) করেন এবং মদীনাতে এমন দু‘টি দুম্বা যবেহ করেন, যার শিং ছিল নিখুঁত এবং তার রং ছিল কালো।
باب مَا يُسْتَحَبُّ مِنَ الضَّحَايَا
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحَرَ سَبْعَ بَدَنَاتٍ بِيَدِهِ قِيَامًا وَضَحَّى بِالْمَدِينَةِ بِكَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে আবু দাউদ - হাদীস নং ২৭৮৪ | মুসলিম বাংলা