কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৭৭০
আন্তর্জাতিক নং: ২৭৭৯
৭১. মুসাফিরদের স্বাগত- সম্ভাষণ জানান।
২৭৭০. ইবনে সারহ (রাহঃ) ..... সায়িব ইবনে ইয়াযীদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) যখন তাবুক যুদ্ধ হতে মদীনায় ফিরে আসেন, তখন লোকেরা তাঁকে সাদর-সম্ভাষণ জ্ঞাপন করে। আর আমিও বাচ্চাদের সাথে ‘সানিয়াতুল- বিদা’ নামক স্থানে তাঁর সঙ্গে সাক্ষাত করি।
باب فِي التَّلَقِّي
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ، قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ مِنْ غَزْوَةِ تَبُوكَ تَلَقَّاهُ النَّاسُ فَلَقِيتُهُ مَعَ الصِّبْيَانِ عَلَى ثَنِيَّةِ الْوَدَاعِ .


বর্ণনাকারী: