কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৭৫৮
আন্তর্জাতিক নং: ২৭৬৭
৬২. শত্রুর সাথে সন্ধি করা।
২৭৫৮. আব্দুল্লাহ্ ইবনে মুহাম্মাদ নুফায়লী (রাহঃ) ..... হাসসান ইবনে আতিয়া (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ মাকহুল এবং ইবনে আবু যাকারিয়া (রাহঃ) খালিদ ইবনে মা‘দানের নিকট যান এবং আমিও তাদের সাথী হই। অতঃপর তিনি যুবাইর ইবনে নুফায়ল (রাযিঃ) হতে হাদীস বর্ণনা করেন। যুবাইর (রাযিঃ) বলেনঃ তুমি আমাদের সঙ্গে নবী করীম (ﷺ) এর সাহাবী যূ-মিখবার (রাযিঃ) এর কাছে চল। তখন আমরা তাঁর নিকট উপস্থিত হই এবং জুবাইর (রাযিঃ) তাঁর নিকট সন্ধির ব্যাপারে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে এরূপ বলতে শুনেছিঃ অচিরেই তোমরা রোমকদের সাথে এরূপ সন্ধি করবে, যাতে পূর্ণ শান্তি প্রতিষ্ঠিত হবে। পরে তোমরা এবং তারা সম্মিলিত হয়ে অপর এক শত্রুর বিরূদ্ধে যুদ্ধ করবে।
باب فِي صُلْحِ الْعَدُوِّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ حَسَّانَ بْنِ عَطِيَّةَ، قَالَ مَالَ مَكْحُولٌ وَابْنُ أَبِي زَكَرِيَّاءَ إِلَى خَالِدِ بْنِ مَعْدَانَ وَمِلْتُ مَعَهُمَا فَحَدَّثَنَا عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، قَالَ قَالَ جُبَيْرٌ انْطَلِقْ بِنَا إِلَى ذِي مِخْبَرٍ - رَجُلٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم - فَأَتَيْنَاهُ فَسَأَلَهُ جُبَيْرٌ عَنِ الْهُدْنَةِ فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " سَتُصَالِحُونَ الرُّومَ صُلْحًا آمِنًا وَتَغْزُونَ أَنْتُمْ وَهُمْ عَدُوًّا مِنْ وَرَائِكُمْ " .


বর্ণনাকারী: