কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৭৪০
আন্তর্জাতিক নং: ২৭৪৯
৫২. পুরস্কার দেওয়ার আগে ’খুমুস’ নেয়া প্রসঙ্গে।
২৭৪০. উবাইদুল্লাহ্ ইবনে উমর (রাহঃ) ..... হাবীব ইবনে মাসলামা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) ‘খুমুস’ নেয়ার পর ‘রুবউ’ বা এক-চতুর্থাংশ অতিরিক্ত (পুরস্কার) হিসাবে প্রদান করতেন। আর তিনি যুদ্ধ থেকে ফেরার পর, ‘খুমুস’ গ্রহণের পর (মালে-গনিমতের) এক- তৃতীয়াংশ পুরস্কার হিসেবে প্রদান করতেন।
باب فِيمَنْ قَالَ الْخُمُسُ قَبْلَ النَّفْلِ
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ الْجُشَمِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنِ الْعَلاَءِ بْنِ الْحَارِثِ، عَنْ مَكْحُولٍ، عَنِ ابْنِ جَارِيَةَ، عَنْ حَبِيبِ بْنِ مَسْلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُنَفِّلُ الرُّبُعَ بَعْدَ الْخُمُسِ وَالثُّلُثَ بَعْدَ الْخُمُسِ إِذَا قَفَلَ .


বর্ণনাকারী: