কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৭৩৩
আন্তর্জাতিক নং: ২৭৪২
৫১. সেনা বাহিনী হতে বহির্গত কোন বিশেষ দলকে কোন কিছু অতিরিক্ত দেয়া।
২৭৩৩. ওয়ালীদ ইবনে উতবা দিমাশকী (রাহঃ) ...... ওয়ালীদ ইবনে মুসলিম (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ইবনে মুবারকের নিকট উপরোক্ত হাদীসটি বর্ণনা করে বললাম, ইবনে আবু ফারওয়াহ নাফে’ হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তিনি বললেনঃ তুমি যাদের নাম উল্লেখ করেছ, তারা কেউ-ই মালিক ইবনে আনাসের সমান বিশ্বস্ত নয়।
باب فِي نَفْلِ السَّرِيَّةِ تَخْرُجُ مِنَ الْعَسْكَرِ
حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ، قَالَ قَالَ الْوَلِيدُ - يَعْنِي ابْنَ مُسْلِمٍ - حَدَّثْتُ ابْنَ الْمُبَارَكِ، بِهَذَا الْحَدِيثِ قُلْتُ وَكَذَا حَدَّثَنَا ابْنُ أَبِي فَرْوَةَ، عَنْ نَافِعٍ، قَالَ لاَ تَعْدِلْ مَنْ سَمَّيْتَ بِمَالِكٍ هَكَذَا أَوْ نَحْوَهُ يَعْنِي مَالِكَ بْنَ أَنَسٍ .


বর্ণনাকারী: