কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৯. জিহাদের বিধানাবলী

হাদীস নং: ২৭২৩
আন্তর্জাতিক নং: ২৭৩২
৪৭. মুশরিক যুদ্ধের সময় মুসলমানদের সাথে থাকলে সে গনিমতের মালের অংশ পাবে কিনা?
২৭২৩. মুসাদ্দাদ ও ইয়াহয়া ইবনে মা‘ঈন (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। রাবী ইয়াহয়া বলেনঃ জনৈক মুশরিক নবী (ﷺ) এর সঙ্গে মিলিত হয়ে তাঁর সাথী হিসাবে (কাফিরদের বিরূদ্ধে) যুদ্ধ করার ইচ্ছা ব্যক্ত করে। তখন তিনি বলেনঃ তুমি ফিরে যাও।

রাবী মুসাদ্দাদ ও ইয়াহয়া উভয়ে এ মর্মে ঐক্যমত পোষণ করেন যে, তখন তিনি বলেছিলেনঃ তুমি ফিরে যাও। আমরা মুশরিকদের সাহায্য চাই না।
باب فِي الْمُشْرِكِ يُسْهَمُ لَهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَيَحْيَى بْنُ مَعِينٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنِ الْفُضَيْلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نِيَارٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَ يَحْيَى أَنَّ رَجُلاً، مِنَ الْمُشْرِكِينَ لَحِقَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم لِيُقَاتِلَ مَعَهُ فَقَالَ " ارْجِعْ " . ثُمَّ اتَّفَقَا فَقَالَ " إِنَّا لاَ نَسْتَعِينُ بِمُشْرِكٍ " .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে আবু দাউদ - হাদীস নং ২৭২৩ | মুসলিম বাংলা