আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
১৭০৬। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ও আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু কাতাদা (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, মদীনা থেকে তিন মারহালা* দূরে অবস্থিত কাহা নামক স্থানে আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ছিলাম। নবী (ﷺ) ও আমাদের কেউ ইহরামধারী ছিলেন আর কেউ ছিলেন ইহরামবিহীন। এ সময় আমি আমার সাথী সাহাবীদেরকে দেখলাম তারা একে অন্যকে কিছু দেখাচ্ছেন। আমি তাকাতেই একটি জংলী গাধা দেখতে পেলাম। (রাবী বলেন) এ সময় তাঁর চাবুকটি পড়ে গেল। (তিনি আনিয়ে দেওয়ার কথা বললে) সকলেই বললেন, আমরা মুহরিম। তাই এ কাজে আমরা তোমাকে সাহায্য করতে পারব না।
অবশেষে আমি নিজেই তা উঠিয়ে নিলাম এরপর টিলার পিছনদিক থেকে গাধাটির কাছে এসে শিকার করে তা সাহাবীদের কাছে নিয়ে আসলাম। তাঁদের কেউ বললেন, খাও, আবার কেউ বললেন, খেয়ো না। সুতরাং গাধাটি আমি নবী (ﷺ) এর নিকট নিয়ে আসলাম। তিনি আমাদের সকলের আগে ছিলেন। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বলললেন, খাও, এতো হালাল।
সুফিয়ান (রাহঃ) বলেন, আমাদেরকে আমর ইবনে দীনার বললেন, তোমরা সালিহ (রাহঃ) এবং অন্যান্যের নিকট গিয়ে এ সম্মন্ধে জিজ্ঞাসা কর। তিনি আমাদের এখানে আগমন করেছিলেন।
*এক মরাহালায় ১৬ মাইল

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন