কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৭১১
আন্তর্জাতিক নং: ২৭২০
৪২. নেতা ইচ্ছা করলে নিহত ব্যক্তির মালামাল হত্যাকারীকে নাও দিতে পারেন, ঘোড়া এবং হাতিয়ার মালেরই অন্তর্ভক্ত।
২৭১১. আহমদ ইবনে মুহাম্মাদ ইবনে হাম্বল (রাহঃ) .... ওয়ালীদ (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি ছাওর (রাহঃ)-কে এ হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করি। তখন তিনি খালিদ ইবনে মা‘দান হতে, তিনি জুবাইর ইবনে নুফায়র সূত্রে তাঁর পিতা হতে, তিনি আওফ ইবনে মালিক আশজা’ই (রাযিঃ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেন।
باب فِي الإِمَامِ يَمْنَعُ الْقَاتِلَ السَّلَبَ إِنْ رَأَى وَالْفَرَسُ وَالسِّلاَحُ مِنَ السَّلَبِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ حَنْبَلٍ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ سَأَلْتُ ثَوْرًا عَنْ هَذَا الْحَدِيثِ، فَحَدَّثَنِي عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِيِّ، نَحْوَهُ .


বর্ণনাকারী: