কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৭০৬
আন্তর্জাতিক নং: ২৭১৫
৩৯. গনিমতের মাল আত্মসাতকারীর শাস্তি।
২৭০৬. মুহাম্মাদ ইবনে আ‘ওফ (রাহঃ) ..... আমর ইবনে শুআয়ব (রাহঃ) তাঁর পিতা হতে এবং তিনি তাঁর দাদা [আমর ইবনে আস (রাযিঃ)] থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ), আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) গনিমতের মাল হতে কেউ কিছু চুরি করলে তার সমস্ত মালামাল জ্বালিয়ে দিতেন এবং তাকে মারতেন।
আবু দাউদ (রাহঃ) বলেনঃ ওয়ালীদ ইবনে উতবা এবং আব্দুল ওয়াহব ইবনে নাজদী উভয়ে এটি আমাদের নিকট বর্ণনা করেছেন। তারা উভয়ে এটি ওয়ালীদ হতে, এরপর যুহাইর ইবনে মুহাম্মাদ হতে, এরপর আমর ইবনে শুআয়ব হতে উক্তরূপ বর্ণনা করেছেন। কিন্তু আব্দুল ওয়াহব ইবনে নাজদা হূতী এটি উল্লেখ করেননি যে, ‘‘তাকে গনিমতের মালের হিসসা দেওয়া হয়নি।
আবু দাউদ (রাহঃ) বলেনঃ ওয়ালীদ ইবনে উতবা এবং আব্দুল ওয়াহব ইবনে নাজদী উভয়ে এটি আমাদের নিকট বর্ণনা করেছেন। তারা উভয়ে এটি ওয়ালীদ হতে, এরপর যুহাইর ইবনে মুহাম্মাদ হতে, এরপর আমর ইবনে শুআয়ব হতে উক্তরূপ বর্ণনা করেছেন। কিন্তু আব্দুল ওয়াহব ইবনে নাজদা হূতী এটি উল্লেখ করেননি যে, ‘‘তাকে গনিমতের মালের হিসসা দেওয়া হয়নি।
باب فِي عُقُوبَةِ الْغَالِّ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ أَيُّوبَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ حَرَّقُوا مَتَاعَ الْغَالِّ وَضَرَبُوهُ . قَالَ أَبُو دَاوُدَ وَزَادَ فِيهِ عَلِيُّ بْنُ بَحْرٍ عَنِ الْوَلِيدِ - وَلَمْ أَسْمَعْهُ مِنْهُ - وَمَنَعُوهُ سَهْمَهُ . قَالَ أَبُو دَاوُدَ وَحَدَّثَنَا بِهِ الْوَلِيدُ بْنُ عُتْبَةَ وَعَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ زُهَيْرِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ قَوْلَهُ وَلَمْ يَذْكُرْ عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ الْحَوْطِيُّ مَنَعَ سَهْمَهُ .
