কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৯. জিহাদের বিধানাবলী

হাদীস নং: ২৬৮৭
আন্তর্জাতিক নং: ২৬৯৬
জিহাদের বিধানাবলী
২৭. কয়েদীদের পরস্পর পৃথক করা।
২৬৮৭. উছমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... আলী (রাযিঃ) থেকে বর্ণিত। একদা তিনি একজন দাসী ও তার সন্তানকে আলাদা করে দেন (অর্থাৎ বাচ্চা এবং তার মাতাকে আলাদা করে বিক্রি করেন)। তখন নবী (ﷺ) তাকে এরূপ করতে নিষেধ করেন এবং ঐ বিক্রি বাতিল করে দেন।
كتاب الجهاد
باب فِي التَّفْرِيقِ بَيْنَ السَّبْىِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْحَكَمِ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ عَلِيٍّ، أَنَّهُ فَرَّقَ بَيْنَ جَارِيَةٍ وَوَلَدِهَا فَنَهَاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ وَرَدَّ الْبَيْعَ . قَالَ أَبُو دَاوُدَ وَمَيْمُونٌ لَمْ يُدْرِكْ عَلِيًّا قُتِلَ بِالْجَمَاجِمِ وَالْجَمَاجِمُ سَنَةُ ثَلاَثٍ وَثَمَانِينَ . قَالَ أَبُو دَاوُدَ وَالْحَرَّةُ سَنَةُ ثَلاَثٍ وَسِتِّينَ وَقُتِلَ ابْنُ الزُّبَيْرِ سَنَةَ ثَلاَثٍ وَسَبْعِينَ .

হাদীসের তাখরীজ (সূত্র):

আবু দাঊদ (রাহঃ) বলেনঃ মায়মূন (রাহঃ) ‘আলী (রাযিঃ) এর সাক্ষাত লাভ করেননি। তিনি ‘জামাজিম’ যুদ্ধে নিহত হন এবং জামাজিম যুদ্ধ হিজরী ৮৩ সনে সংঘটিত হয়।

আবু দাঊদ (রাহঃ) বলেনঃ হাররার ঘটনা হিজরী ৬৩ সনে অনুষ্ঠিত হয় এবং ইবনে যুবাইর (রাযিঃ) হিজরী ৭৩ সনে শাহাদাত ররণ করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান