কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৬১৩
আন্তর্জাতিক নং: ২৬২১
 জিহাদের বিধানাবলী
৩৬২.	 যে  পথিক  ক্ষুধায়  কাতর  হয়ে  খেজুর  খায়  আর  পিপাসায়  কাতর  হয়ে  দুধ  পান  করে  মালিকের  অনুমতি  ব্যতীত।
২৬১৩. মুহাম্মাদ ইবনে বাশশার ..... আবু বিশর (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আব্বাদ ইবনে শুরাহবীল হতে উক্ত মর্মে উপরোক্ত হাদীসটি শুনেছি। তিনি আমাদের বনী গুবার গোত্রের একজন লোক ছিলেন।
كتاب الجهاد
باب فِي ابْنِ السَّبِيلِ يَأْكُلُ مِنَ التَّمْرِ وَيَشْرَبُ مِنَ اللَّبَنِ إِذَا مَرَّ بِهِ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي بِشْرٍ، قَالَ سَمِعْتُ عَبَّادَ بْنَ شُرَحْبِيلَ، - رَجُلاً مِنَّا مِنْ بَنِي غُبَرَ - بِمَعْنَاهُ .
বর্ণনাকারী: