আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২২- ওমরার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৮১১
১১৩৫. বাধাপ্রাপ্ত হলে মাথা কামানোর আগে কুরবানী করা
১৬৯৫। মাহমুদ (রাহঃ) ......... মিসওয়ার (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মাথা কামানোর আগেই কুরবানী করেন এবং সাহাবাদের অনুরূপ করার নির্দেশ দেন।


বর্ণনাকারী: