কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৯. জিহাদের বিধানাবলী
হাদীস নং: ২৫৮০
আন্তর্জাতিক নং: ২৫৮৮
জিহাদের বিধানাবলী
৩৪৩. খোলা তরবারি লেনদেন নিষিদ্ধ।
২৫৮০. মুসা ইবনে ইসমাঈল .... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, নবী করীম (ﷺ) খোলা তরবারি দেয়া নেয়া নিষেধ করেছেন। (অর্থাৎ খোলা তরবারি দেখলেই ভয়ের সঞ্চার হয়। কাউকেই প্রহারের ভয় দেখানো নিষিদ্ধ। সে জন্য উন্মুক্ত তরবারি দেয়া-নেয়াও নিষিদ্ধ।)
كتاب الجهاد
باب فِي النَّهْىِ أَنْ يُتَعَاطَى السَّيْفُ مَسْلُولاً
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُتَعَاطَى السَّيْفُ مَسْلُولاً .