আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং: ১৬৮২
আন্তর্জাতিক নং: ১৭৯৯
১১২৫. সকালে বাড়ি পৌছা
১৬৮২। আহমদ ইবনে হাজ্জাজ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) মক্কার উদ্দেশ্যে বের হয়ে ‘মসজিদে শাজারাতে’ নামায আদায় করতেন। আর যখন ফিরতেন, যুল হুলাইফার বাতনুল-ওয়াদীতে নামায আদায় করতেন এবং এখানে সকাল পর্যন্ত রাত যাপন করতেন।
باب الْقُدُومِ بِالْغَدَاةِ
1799 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَجَّاجِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «إِذَا خَرَجَ إِلَى مَكَّةَ يُصَلِّي فِي مَسْجِدِ الشَّجَرَةِ، وَإِذَا رَجَعَ صَلَّى بِذِي الحُلَيْفَةِ بِبَطْنِ الوَادِي، وَبَاتَ حَتَّى يُصْبِحَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)