কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৮. রোযার অধ্যায়
হাদীস নং: ২৪৫৮
আন্তর্জাতিক নং: ২৪৬৬
রোযার অধ্যায়
২৬৮. ই’তিকাফ কোথায় করতে হবে।
২৪৫৮. হান্নাদ ..... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) প্রতি রমযানে, দশদিন ই‘তিকাফ করতেন। এরপর তাঁর ইন্তিকালের বছর তিনি বিশদিন ই‘তিকাফ করেন।
كتاب الصوم
باب أَيْنَ يَكُونُ الاِعْتِكَافُ
حَدَّثَنَا هَنَّادٌ، عَنْ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعْتَكِفُ كُلَّ رَمَضَانَ عَشَرَةَ أَيَّامٍ فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ اعْتَكَفَ عِشْرِينَ يَوْمًا .