আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৯৩
১১২২. উমরা আদায়কারী কখন হালাল হবে।
১৬৭৭। হুমায়দী (রাহঃ) ......... আমর ইবনে দীনার (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমরার মাঝে বায়তুল্লাহর তাওয়াফের পর সাফা-মারওয়ার তাওয়াফ না করে যে স্ত্রীর নিকট গমন করে, এমন ব্যক্তি সম্পর্কে আমরা ইবনে উমর (রাযিঃ) কে জিজ্ঞাসা করায় তিনি বললেন, নবী (ﷺ) (মক্কায়) এসে বায়তুল্লাহ সাতবার তাওয়াফ করে মাকামে ইবরাহীমের পাশে দু’রাক’আত নামায আদায় করেছেন। এরপর সাতবার সাফা-মারওয়ার মাঝে সা’ঈ করেছেন। আর তোমাদের জন্য উত্তম আদর্শ তো রয়েছে আল্লাহর রাসূলের মাঝেই।
(রাবী) আমর ইবনে দীনার (রাহঃ) বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-কেও আমরা জিজ্ঞাসা করলাম। তিনি বলেছেন, সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ না করা পর্যন্ত কেউ তার স্ত্রীর নিকট অবশ্যই যাবে না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন