কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৮. রোযার অধ্যায়
হাদীস নং: ২৩৯১
আন্তর্জাতিক নং: ২৩৯৯
২৩১. রমযানের রোযার কাযা আদায়ে বিলম্ব করা।
২৩৯১. আব্দুল্লাহ্ ইবনে মাসলামা আল্ কা‘নবী ...... আবু সালামা ইবনে আব্দুর রহমান (রাহঃ) আয়িশা (রাযিঃ)-কে বলতে শুনেছেন, যদি আমার উপর (হায়যের কারণে রমযানের) কোন রোযার কাযা আবশ্যক হতো, তবে শা‘বানের মাস আগমনের পূর্বে আমি উহার কাযা আদায় করতে সক্ষম হতাম না।
باب تَأْخِيرِ قَضَاءِ رَمَضَانَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ عَائِشَةَ، - رضى الله عنها - تَقُولُ إِنْ كَانَ لَيَكُونُ عَلَىَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ فَمَا أَسْتَطِيعُ أَنْ أَقْضِيَهُ حَتَّى يَأْتِيَ شَعْبَانُ .
