কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৮. রোযার অধ্যায়

হাদীস নং: ২৩৩০
আন্তর্জাতিক নং: ২৩৩৭
২০৫. শা’বানের শেষার্ধে রোযা রাখা মাকরূহ।
২৩৩০. বুতায়বা ইবনে সাঈদ, আব্দুল আযীয ইবনে মুহাম্মাদ হতে বর্ণিত। তিনি বলেন, একদা আব্বাদ ইবনে কাসীর মদীনা গিয়ে আলা ইবনে আব্দুর রহমানের মজলিসে পৌঁছলেন এবং তাঁর হাত ধরে তাঁকে দাঁড় করিয়ে বললেন, এই ব্যক্তি তাঁর পিতা হতে এবং তিনি আবু হুরায়রা (রাযিঃ) হতে হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ শা‘বানের অর্ধেক যখন অতিবাহিত হয়, তখন তোমরা রোযা রাখবে না। তখন আলা বলেন, হে আল্লাহ! আমার পিতা (আব্দুর রহমান) আবু হুরায়রা (রাযিঃ) হতে এবং তিনি নবী করীম (ﷺ) হতে এরূপ বর্ণনা করেছেন।
باب فِي كَرَاهِيَةِ ذَلِكَ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَدِمَ عَبَّادُ بْنُ كَثِيرٍ الْمَدِينَةَ فَمَالَ إِلَى مَجْلِسِ الْعَلاَءِ فَأَخَذَ بِيَدِهِ فَأَقَامَهُ ثُمَّ قَالَ اللَّهُمَّ إِنَّ هَذَا يُحَدِّثُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا انْتَصَفَ شَعْبَانُ فَلاَ تَصُومُوا " . فَقَالَ الْعَلاَءُ اللَّهُمَّ إِنَّ أَبِي حَدَّثَنِي عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِذَلِكَ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ২৩৩০ | মুসলিম বাংলা