আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২২- ওমরার অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৭৩
১১১২. উমরা ওয়াজিব হওয়া এবং তার ফযীলত।
ইবনে উমর (রাযিঃ) বলেন, প্রত্যেকের জন্য হজ্জ ও উমরা অবশ্য পালনীয়।
ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, কুরআনুল কারীমে হজ্জের সাথেই উমরার উল্লেখ করা হয়েছে। আল্লাহর বাণীঃ তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ্জ ও উমরা পূর্ণভাবে আদায় কর। (২ : ১৯৬)
১৬৫৮। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক উমরার পর আর এক উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হল হজ্জে মাবরূরের প্রতিদান।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন