কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৭. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ২২২৪
আন্তর্জাতিক নং: ২২৩০
তালাক - ডিভোর্স অধ্যায়
১৬২. খুল্’আ তালাক।
২২২৪. আল্ কা‘নবী .... ইবনে উমর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, খুলা তালাকপ্রাপ্তা মহিলার ইদ্দত হলো এক হায়য মাত্র।
كتاب الطلاق
باب فِي الْخُلْعِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ عِدَّةُ الْمُخْتَلِعَةِ حَيْضَةٌ .