কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৭. তালাক - ডিভোর্স অধ্যায়
হাদীস নং: ২১৮৭
আন্তর্জাতিক নং: ২১৮৯
১৫০. গোলামের তালাক প্রদানের নিয়ম।
২১৮৭. মুহাম্মাদ ইবনে মাসউদ ...... আয়িশা (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন যে, দাসীর জন্য তালাক হল দু‘টি এবং তার ইদ্দতের সময় হল দু’ হায়য পর্যন্ত।
আবু আসিম আয়িশা (রাযিঃ) হতে এবং তিনি নবী করীম (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি অতিরিক্ত বলেন, তার ইদ্দত হল দু’ হায়য।
আবু আসিম আয়িশা (রাযিঃ) হতে এবং তিনি নবী করীম (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি অতিরিক্ত বলেন, তার ইদ্দত হল দু’ হায়য।
باب فِي سُنَّةِ طَلاَقِ الْعَبْدِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَسْعُودٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُظَاهِرٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " طَلاَقُ الأَمَةِ تَطْلِيقَتَانِ وَقُرْؤُهَا حَيْضَتَانِ " . قَالَ أَبُو عَاصِمٍ حَدَّثَنِي مُظَاهِرٌ حَدَّثَنِي الْقَاسِمُ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ إِلاَّ أَنَّهُ قَالَ " وَعِدَّتُهَا حَيْضَتَانِ " . قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ حَدِيثٌ مَجْهُولٌ .
