কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৬. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২১৬৬
আন্তর্জাতিক নং: ২১৬৯
১৪২. ঋতুবতী স্ত্রীর সাথে সঙ্গমের কাফ্ফারা।
২১৬৬. আব্দুস সালাম ইবনে মুতাহহার .... ইবনে আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যদি কেউ তার স্ত্রীর সাথে হায়যের রক্ত প্রবাহকালীন সময়ে সঙ্গম করে তবে তাকে এক দীনার এবং রক্ত না থাকাকালীন সময়ে সঙ্গম করে তবে অর্ধ দীনার সাদ্‌কা প্রদান করতে হবে।
باب فِي كَفَّارَةِ مَنْ أَتَى حَائِضًا
حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهَّرٍ، حَدَّثَنَا جَعْفَرٌ، - يَعْنِي ابْنَ سُلَيْمَانَ - عَنْ عَلِيِّ بْنِ الْحَكَمِ الْبُنَانِيِّ، عَنْ أَبِي الْحَسَنِ الْجَزَرِيِّ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِذَا أَصَابَهَا فِي الدَّمِ فَدِينَارٌ وَإِذَا أَصَابَهَا فِي انْقِطَاعِ الدَّمِ فَنِصْفُ دِينَارٍ .
সুনানে আবু দাউদ - হাদীস নং ২১৬৬ | মুসলিম বাংলা