কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৬. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২১০৯
আন্তর্জাতিক নং: ২১১৩
১২৫. কোন কাজকে মোহর ধার্য করে বিবাহ প্রদান।
২১০৯. হারূন ইবনে যায়দ ইবনে আবু যরকা ..... মাকহুল (রাহঃ) সাহল (রাযিঃ) থেকে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। রাবী বলেন, মাকহুল বলতেন, রাসূলুল্লাহ (ﷺ) এর পরে এরূপ বিবাহ (মোহর ব্যতীত) আর বৈধ নয়।
باب فِي التَّزْوِيجِ عَلَى الْعَمَلِ يُعْمَلُ
حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَاشِدٍ، عَنْ مَكْحُولٍ، نَحْوَ خَبَرِ سَهْلٍ قَالَ وَكَانَ مَكْحُولٌ يَقُولُ لَيْسَ ذَلِكَ لأَحَدٍ بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
সুনানে আবু দাউদ - হাদীস নং ২১০৯ | মুসলিম বাংলা