কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৬. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ২১০৪
আন্তর্জাতিক নং: ২১০৮
১২৩. মোহর নির্ধারণ।
২১০৪. মুহাম্মাদ ইবনে হাতিম ইবনে বাযী’ ..... যুহরী (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাজ্জাশী উম্মে হাবীবা বিনতে আবু সুফয়িানকে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে বিবাহ দেন এবং এই জন্য চার হাজার দিরহাম মোহর ধার্য করেন। এরপর তিনি (নাজ্জাশী) এতদসম্পর্কে একটি পত্র রাসূলুল্লাহ (ﷺ)কে লিখে সবই তাঁকে অবহিত করেন, যা তিনি কবুল করেন।[১]

[১] উপরোক্ত হাদীসের আলোকে জানা যায় যে, ৫০০ দিরহামের অতিরিক্ত মাহর ধার্য করা হলে এতে কোন দোষ নেই।
باب الصَّدَاقِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحَسَنِ بْنِ شَقِيقٍ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ النَّجَاشِيَّ، زَوَّجَ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى صَدَاقٍ أَرْبَعَةِ آلاَفِ دِرْهَمٍ وَكَتَبَ بِذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَبِلَ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে আবু দাউদ - হাদীস নং ২১০৪ | মুসলিম বাংলা