আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
২১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৫৬
১১০৪. বিদায়ী তাওয়াফ
১৬৪৫। আসবাগ ইবনে ফারজ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যোহর, আসর, মাগরিব ও ইশার নামায আদায় করে উপত্যকায় কিছুক্ষণ শুয়ে থাকেন। তারপর সওয়ারীতে আরোহণ করে বায়তুল্লাহর দিকে এসে তিনি বায়তুল্লাহর তাওয়াফ করেন।
লাঈস (রাহঃ) আনাস ইবনে মালিক (রাযিঃ) এর মাধ্যমে নবী (ﷺ) থেকে এ হাদীস বর্ণনায় আমর ইবনে হারিস (রাহঃ) এর অনুসরণ করেছেন।
লাঈস (রাহঃ) আনাস ইবনে মালিক (রাযিঃ) এর মাধ্যমে নবী (ﷺ) থেকে এ হাদীস বর্ণনায় আমর ইবনে হারিস (রাহঃ) এর অনুসরণ করেছেন।
