আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৩- উযূর অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৬৫
১২৪। পায়ের গোড়ালী ধোয়া। ইবনে সীরীন (রাহঃ) উযু করার সময় তাঁর আংটির জায়গা ধুতেন।
১৬৪। আদম ইবনে আবু ইয়াস (রাহঃ) .... মুহাম্মাদ ইবনে যিয়াদ (রাহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আবু হুরায়রা (রাযিঃ) আমাদের কাছ দিয়ে যাচ্ছিলেন। লোকেরা সে সময় পাত্র থেকে উযু করছিল। তখন তাঁকে বলতে শুনেছি, তোমরা উত্তমরূপে উযু কর। কারণ আবুল কাসিম (ﷺ) বলেছেনঃ পায়ের গোড়ালীগুলোর জন্য জাহান্নামের শাস্তি রয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন