আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৪৮
১০৯৬. জামরায় সাতটি কংকর মারা।
এ কথাটি ইবনে উমর (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন।
১৬৩৭। হাফস ইবনে উমর (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বড় জামরার কাছে গিয়ে বায়তুল্লাহকে বামে ও মিনাকে ডানে রেখে সাতটি কংকর নিক্ষেপ করেন। আর বলেন, যাঁর প্রতি সূরা বাকারা নাযিল হয়েছে তিনিও এরূপ কংকর মেরেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন