কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
হাদীস নং: ২০২০
আন্তর্জাতিক নং: ২০২৪
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
৯১. কা’বা ঘরের মধ্যে নামায।
২০২০. আব্দুল্লাহ্ ইবনে মুহাম্মাদ ইবনে ইসহাক আল আযরা‘ঈ (রাহঃ) ..... মালিক (রাহঃ) হতে উক্ত হাদীসটি বর্ণনা করেছেন। রাবী আব্দুর রহমান সওয়ারীর কথা উল্লেখ করেননি। রাবী ইবনে মাহদী হতে বর্ণনা করেন যে, অতঃপর তিনি নামায আদায় করেন এবং এই সময় তাঁর ও কিবলার মধ্যে তিনগজ পরিমাণ ব্যবধান ছিল।
كتاب المناسك
باب الصَّلَاةِ فِي الْكَعْبَةِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ الأَذْرَمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ مَالِكٍ، بِهَذَا الْحَدِيثِ لَمْ يَذْكُرِ السَّوَارِيَ قَالَ ثُمَّ صَلَّى وَبَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ ثَلاَثَةُ أَذْرُعٍ .
বর্ণনাকারী: