আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ১৭৪২
১০৯২. মিনার দিনগুলোতে খুতবা প্রদান।
১৬৩৩। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) মিনায় অবস্থানকালে বললেনঃ তোমরা কি জানো, এটি কোন দিন? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সবচাইতে বেশী জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত দিন। নবী (ﷺ) বললেনঃ তোমরা কি জানো এটি কোন শহর? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) সবচাইতে বেশী জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত শহর। নবী (ﷺ) বললেনঃ তোমরা কি জানো এটি কোন মাস? তাঁরা বললেন, আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-ই ভাল জানেন। তিনি বললেনঃ এটি সম্মানিত মাস। নবী (ﷺ) বললেনঃ এ মাসে, এ শহরে, এ দিনটি তোমাদের জন্য যেমন সম্মানিত, তেমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জান, তোমাদের সম্পদ ও তোমাদের ইযযত-আবরুকে তোমাদের পরস্পরের জন্য সম্মানিত করে দিয়েছেন।

হিশাম ইবনে গায (রাহঃ) নাফি’ (রাহঃ) এর মাধ্যমে ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী (ﷺ) তাঁর হজ্জ আদায়কালে কুরবানীর দিন জামরাতের মধ্যবর্তী স্থলে দাঁড়িয়ে এ কথাগুলো বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে, এটি হল হজ্জে আকবরের দিন। এরপর নবী (ﷺ) বলতে লাগলেনঃ ইয়া আল্লাহ! তুমি সাক্ষী থাক। এরপর তিনি সাহাবীগণকে বিদায় জানালেন। তখন সাহাবীগণ বললেন, এ-ই বিদায় হজ্জ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন