কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৫. হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
হাদীস নং: ১৯৫০
আন্তর্জাতিক নং: ১৯৫২
৬৯. মিনাতে কোন দিন খুতবা দিতে হবে।
১৯৫০. মুহাম্মাদ ইবনে আল-আ‘লা ..... ইবনে আবু নাজীহ্ (রাহঃ) তাঁর পিতা হতে, তিনি বনী বকরের এক ব্যক্তি হতে বর্ণনা করেছেন। তাঁরা বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)কে আয়্যামে তাশরীকের [১] মধ্যম দিনে (অর্থাৎ ১২ যিল হজ্জ) খুতবা প্রদান করতে দেখেছি। আর এ সময় আমরা তাঁর সওয়ারীর কাছে উপস্থিত ছিলাম। আর তা ছিল সেই খুতবা যা রাসূলুল্লাহ্ (ﷺ) মিনাতে পেশ করেন।
[১] ১১,১২ও১৩যিল হজ্জকে অ্যায়ামে তাশরীক বলা হয়।
[১] ১১,১২ও১৩যিল হজ্জকে অ্যায়ামে তাশরীক বলা হয়।
باب أَىِّ يَوْمٍ يَخْطُبُ بِمِنًى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلَيْنِ، مِنْ بَنِي بَكْرٍ قَالاَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ بَيْنَ أَوْسَطِ أَيَّامِ التَّشْرِيقِ وَنَحْنُ عِنْدَ رَاحِلَتِهِ وَهِيَ خُطْبَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي خَطَبَ بِمِنًى .


বর্ণনাকারী: