মা'আরিফুল হাদীস
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
হাদীস নং: ২৩
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
লা-ইলাহা ইল্লাল্লাহ-এর খাস ফযীলত
২৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যখন বান্দা দেলের ইখলাসসহ অর্থাৎ বিশুদ্ধ চিত্তে লা-ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন তার জন্যে অবশ্যই আসমানের দরজা খুলে দেয়া হয়, এমন কি এই কালিমা আরশ পর্যন্ত পৌঁছে যায়- যাবৎ সে ব্যক্তি কবীরা গুনাহ্ থেকে আত্মরক্ষা করে চলবে। (জামে তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللهُ مُخْلِصًا مِنْ قَلْبِهِ إِلاَّ فُتِحَتْ لَهُ أَبْوَابُ السَّمَاءِ، حَتَّى تُفْضِيَ إِلَى العَرْشِ، مَا اجْتَنَبَ الكَبَائِرَ. (رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহর খাস ফযীলত বর্ণনা করা হয়েছে যে, যদি ইসলামের সাথে বিশুদ্ধ অন্তরে তা পাঠ করা হয় এবং আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টিকারী কবীরা গুনাসমূহ থেকে বান্দা সতর্কতার সাথে বিরত থাকে, তা হলে এ কালিমা আল্লাহর তা'আলা পর্যন্ত পৌঁছে যায়। এবং তাকে খাস মকবুলিয়তের দ্বারা ধন্য করা হয়। তিরমিযী শরীফের অপর একটি হাদীসে আছে:
وَلَا إِلَهَ إِلَّا اللّٰهُ لَيْسَ لَهُ حِجَابٌ مِنْ دُونِ اللّٰهِ حَتَّى تَخْلُصُ إِلَيْهِ.
কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহর মধ্যে কোন অন্তরায় নেই। এই কালিমা সরাসরি আল্লাহর নিকট পৌঁছে যায়। আল্লাহর যিকরের অন্যন্য কালিমার তুলনায় এ কালিমাটির বিশেষ বৈশিষ্ট্য ও ফযীলত আছে।
হযরত শাহ্ ওলীউল্লাহ্ (র) হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লিখেন লা-ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো বিশেষত্ব আছে। প্রথম বিশেষত্ব হচ্ছে, তা শিরকে জলীকে চিরতরে খতম করে দেয়। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে, তা শিরকে খফী বা গোপন শিরককেও খতম করে দেয়। তৃতীয় বিশেষত্ব হচ্ছে, তা বান্দা এবং মা'রিফতে ইলাহীর মধ্যেকার সকল পর্দাকে জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে মা'রিফাত হাসিল এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়ে যায়।
وَلَا إِلَهَ إِلَّا اللّٰهُ لَيْسَ لَهُ حِجَابٌ مِنْ دُونِ اللّٰهِ حَتَّى تَخْلُصُ إِلَيْهِ.
কালেমা লা-ইলাহা ইল্লাল্লাহু এবং আল্লাহর মধ্যে কোন অন্তরায় নেই। এই কালিমা সরাসরি আল্লাহর নিকট পৌঁছে যায়। আল্লাহর যিকরের অন্যন্য কালিমার তুলনায় এ কালিমাটির বিশেষ বৈশিষ্ট্য ও ফযীলত আছে।
হযরত শাহ্ ওলীউল্লাহ্ (র) হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লিখেন লা-ইলাহা ইল্লাল্লাহর অনেকগুলো বিশেষত্ব আছে। প্রথম বিশেষত্ব হচ্ছে, তা শিরকে জলীকে চিরতরে খতম করে দেয়। দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে, তা শিরকে খফী বা গোপন শিরককেও খতম করে দেয়। তৃতীয় বিশেষত্ব হচ্ছে, তা বান্দা এবং মা'রিফতে ইলাহীর মধ্যেকার সকল পর্দাকে জ্বালিয়ে-পুড়িয়ে দিয়ে মা'রিফাত হাসিল এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)