মা'আরিফুল হাদীস
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১৮
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
যিকিরের কালেমাসমূহ: সেগুলোর বরকত-ফযীলত
১৮. হযরত আবু যর গেফারী (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ-কে প্রশ্ন করা হলো: সর্বোত্তম কথা কোনটি? জবাবে বললেন: সেই কথাটি, যা আল্লাহ তা'আলা তাঁর ফেরেশতাকূলের জন্যে নির্বাচিত করেছেন- সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী। (সহীহ্ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي ذَرٍّ قَالَ: سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْكَلَامِ أَفْضَلُ؟ قَالَ: " مَا اصْطَفَى اللهُ لِمَلَائِكَتِهِ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ " (رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের দ্বারা জানা গেল যে, ফেরেশতাদের খাস যিকির হচ্ছে এই 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী'। এ হাদীসে এ কালিমাটিকে সর্বোত্তম বলে অভিহিত করা হয়েছে। হযরত সামুরা ইবনে জুন্দুব বর্ণিত যে হাদীসখানা মাত্র দু'পৃষ্ঠা পূর্বে বর্ণিত হয়েছে, তাতে বলা হয়েছে সর্বোত্তম কালিমা চারটি:
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ
লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর
এবং অপর এক হাদীসে উক্ত হয়েছে লা-ইলাহা ইল্লাল্লাহু সর্বোত্তম যিকির, এ তিন বক্তব্যের মধ্যে মূলত কোন বৈপরিত্য নেই। আসলে এ কালিমাগুলো অন্যান্য সকল কথার তুলনায় উত্তম এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়।
সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ
লা-ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবর
এবং অপর এক হাদীসে উক্ত হয়েছে লা-ইলাহা ইল্লাল্লাহু সর্বোত্তম যিকির, এ তিন বক্তব্যের মধ্যে মূলত কোন বৈপরিত্য নেই। আসলে এ কালিমাগুলো অন্যান্য সকল কথার তুলনায় উত্তম এবং আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)