মা'আরিফুল হাদীস

কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৬
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
যিকিরের কালেমাসমূহ: সেগুলোর বরকত-ফযীলত
১৬. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ একদা এমন একটি বৃক্ষের নিকট দিয়ে অতিক্রম করছিলেন, যার পাতাগুলো ছিল শুকনো। তিনি বৃক্ষের উপর লাঠি দ্বারা আঘাত করলে তার শুকনো পাতাগুলো ঝরে পড়লো। তখন তিনি বললেন: নিঃসন্দেহে আলহামদু লিল্লাহ সুবহানাল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহু ও আল্লাহু আকবর বান্দার গুনাহরাশিকে এভাবে ঝরিয়ে দেয়, যেভাবে তোমরা এ গাছের পাতাগুলো ঝরে পড়তে দেখতে পেলে। -(জামে তিরমিযী)
کتاب الاذکار والدعوات
عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى شَجَرَةٍ يَابِسَةِ الوَرَقِ فَضَرَبَهَا بِعَصَاهُ فَتَنَاثَرَ الوَرَقُ، فَقَالَ: إِنَّ الحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ لَتُسَاقِطُ مِنْ ذُنُوبِ العَبْدِ كَمَا تَسَاقَطَ وَرَقُ هَذِهِ الشَّجَرَةِ. (رواه الترمذى)

হাদীসের ব্যাখ্যা:

নেক আমলসমূহের এ বৈশিষ্ট্যের কথা কুরআন শরীফেও উল্লেখিত হয়েছে যে, তার বরকতে ও প্রভাবে পাপরাশি মিটে যায়। আল্লাহ তা'আলা বলেন:

إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ

“নিশ্চয়ই নেকীসমূহ পাপরাশিকে বিদূরিত করে দেয়।”

হাদীসে রাসূলুল্লাহ ﷺ সালাত ও সাদকা প্রভৃতির এ শুভ প্রভাবের কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। বক্ষমান হাদীসে তিনি উক্ত চারটি কালিমার এ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন এবং গাছের শুকনো পাতা ঝরিয়ে সাহাবীগণকে তার নমুনাও দেখিয়ে দিয়েছেন। আল্লাহর তা'আলা এসব হাকীকতের ইয়াকীন-বিশ্বাস আমাদেরকে নসীব করুন এবং এ কালিমাসমূহের মাহাত্ম্য ও প্রভাব থেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান