মা'আরিফুল হাদীস

কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়

হাদীস নং:
কিতাবুল আযকার ওয়াদ-দাওয়াত অধ্যায়
যিকরুল্লাহর মাহাত্ম্য ও গুরুত্ব
৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেন, আল্লাহ তা'আলা বলেন: বান্দা আমার প্রতি যেরূপ ধারণা পোষণ করে, আমি তার প্রতি সেরূপই করে থাকি। সে যখন আমাকে স্মরণ করে তখন আমি তার একেবারে নিকট সঙ্গী হয়ে যাই, সে যদি মনে মনে আমাকে স্মরণ করে তাহলে আমিও তাকে মনে মনে স্মরণ করি। আর সে যদি অন্যদের সম্মুখে অর্থাৎ মজলিসে আমাকে স্মরণ করে, তাহলে আমিও তাকে তার চাইতে উত্তম বান্দাদের মজলিসে স্মরণ করি। অর্থাৎ ফেরেশতাদের সম্মুখে বা তাদের মজলিসে -(সহীহ বুখারী ও সহীহ্ মুসলিম)
کتاب الاذکار والدعوات
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ. (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের প্রথম বাক্য (اَنَا عِنْدَ ظَنِّ عَبْدِيْ) এর মর্ম হচ্ছে এই যে, বান্দা আমার প্রতি যেরূপ ধারণা বা বিশ্বাস পোষণ করবে, আমার কাজ-কারবার তার সাথে ঠিক সেরূপই হবে। উদাহরণ স্বরূপ সে যদি আল্লাহকে রহীম ও করীম তথা পরম দয়ালু ও দাতা বলে ধারণা পোষণ করে, তাহলে সত্যি সত্যি সে তাঁকে পরম দয়ালু ও দাতারূপেই পাবে। এ জন্যে বান্দার উচিত আল্লাহ তা'আলার প্রতি সুধারণা পোষণ করা এবং সে অনুযায়ী আমল বা কাজ করে যাওয়া। হাদীসের শেষ অংশে যা বলা হয়েছে, তার মর্ম হচ্ছে, বান্দা যদি নির্জনে-নিভৃতে এমনভাবে আমাকে স্মরণ করে যে, সে এবং আমি ব্যতীত আর কেউই তা ঘূণাক্ষরে জানতে পায় না, তাহলে আমার বদান্যতাও তার প্রতি সঙ্গোপনে হয়ে থাকে। ফার্সী কবির ভাষায়:

میاں عاشق و معشوق چه رمزیسیت
كراما كاتبين راهم خبر نیست
-প্রেমিক আর প্রেমাস্পদের থাকে কত গোপন ভেদ,
কেরামান কাতিবীনও করতে পারে না ভেদ।

আর যখন অপরের সম্মুখে বা মজলিসে আমাকে স্মরণ করে বা আমার কথা আলোচনা করে (দাওয়াত ও ইরশাদ তথা ওয়ায-নসীহতও যার অন্তর্ভুক্ত) তখন ঐ বান্দার সাথে আমার ঘনিষ্ঠতার কথা আমি ফেরেশতাদের সম্মুখেও উল্লেখ করে থাকি। তারপর ঐ বান্দা ফেরেশতাদের কাছেও আদরণীয় ও বরেণ্য হয়ে উঠে এবং এ দুনিয়ায়ও সে সর্বজনপ্রিয় ও সর্বজন বরেণ্য হয়ে উঠে।

আল্লাহর এ নিয়মেরই বহিঃপ্রকাশ অনেক কামেল ওলী-আল্লাহদের ক্ষেত্রে ঘটে থাকে। তাঁরা আল্লাহর নিকট অত্যন্ত মকবুল এবং বিশিষ্ট মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও দুনিয়ার লোকজন তাঁদেরকে চিনতেই পারে না। আর যাঁদের আল্লাহর দিকে দাওয়াতের এবং আল্লাহর সাথে সম্পর্কের কথা সর্বজন বিদিত হয়ে থাকে, দুনিয়ায়ও তারা সর্বজন বরেণ্য হয়ে উঠেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান