মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ১৪০
রোযা অধ্যায়
যেসব দিনে নফল রোযা রাখা নিষেধ
১৪০. ইবনে আযহার তাবেয়ীর আযাদকৃত গোলাম আবু উবায়েদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত উমর রাযি.-এর সাথে ঈদের নামায পড়লাম। তিনি এসে নামায পড়ালেন। নামায শেষে খুতবা দিলেন এবং এতে বললেন, ঈদের এ দু'টি দিনে রাসূলুল্লাহ (ﷺ) রোযা রাখতে নিষেধ করেছেন। এগুলোর মধ্যে একটি দিন হচ্ছে (সারা মাস রোযা রাখার পর) তোমাদের (ঈদুল) ফিতরের দিন, আরেকটি হচ্ছে কুরবানীর গোশত খাওয়ার দিন। -মুসলিম
کتاب الصوم
عَنْ أَبِي عُبَيْدٍ ، مَوْلَى ابْنِ أَزْهَرَ ، أَنَّهُ قَالَ : شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ ، فَجَاءَ فَصَلَّى ، ثُمَّ انْصَرَفَ فَخَطَبَ النَّاسَ ، فَقَالَ : « إِنَّ هَذَانِ يَوْمَانِ ، نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صِيَامِهِمَا ، يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ ، وَالْآخَرُ يَوْمٌ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ » (رواه مسلم)