মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১৩৮
রোযা অধ্যায়
বছরে এমন কিছু বিশেষ দিনও রয়েছে, যেগুলোতে রোযা রাখা নিষেধ। আল্লাহ্ তা'আলা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী মালিক। তিনি নামাযকে মহান ইবাদতও সাব্যস্ত করেছেন, আবার বিশেষ বিশেষ সময়ে (যেমন, সূর্যোদয়, সূর্যাস্ত ও সূর্যের মধ্যগগণে অবস্থানের সময়) নামায পড়তে নিষেধও করেছেন। তেমনিভাবে তিনি রোযাকে সবচেয়ে প্রিয় ইবাদত এবং আত্মিক উন্নতির বিশেষ মাধ্যমও বানিয়েছেন, আবার কোন কোন বিশেষ দিনে এটাকে হারামও করে দিয়েছেন। আর এটাই নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী শাসকের সার্বভৌম ক্ষমতার পরিচায়ক। বান্দার কাজ হচ্ছে নির্দেশ পালন এবং আনুগত্য করে যাওয়া।
১৩৮. হযরত আবূ সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন রোযা রাখতে নিষেধ করেছেন। -বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنْ أَبِي سَعِيدِ نِ الْخُدْرِىِّ قَالَ : نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الفِطْرِ وَالنَّحْرِ. (رواه البخارى ومسلم)
tahqiqতাহকীক:তাহকীক চলমান