মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১৩৫
রোযা অধ্যায়
বিশেষ বিশেষ দিনের নফল রোযা
১৩৫. হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, এমন খুব কমই হত যে, রাসূলুল্লাহ (ﷺ) শুক্রবার দিন রোযা ছাড়া থাকতেন। -তিরমিযী, নাসায়ী
کتاب الصوم
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : « قَلَّمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفْطِرُ يَوْمَ الْجُمُعَةِ » (رواه الترمذى والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, হুযুর (ﷺ) অধিকাংশ সময় শুক্রবারে রোযাদার থাকতেন; কিন্তু অন্যান্য হাদীস দ্বারা জানা যায় যে, তিনি এ বিষয় থেকে নিষেধ করতেন যে, জুমু'আর দিনের ফযীলত ও বৈশিষ্ট্যের কারণে মানুষ এমন করতে শুরু করবে যে, নফল রোযা শুক্রবারেই রাখবে, আর রাত্রি জাগরণ ও ইবাদতের জন্য শুক্রবারের রাতকেই নির্দিষ্ট করে নিবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান