মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১২২
রোযা অধ্যায়
প্রতি মাসে তিন রোযার ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ)-এর রীতি
১২২. হযরত হাফছা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, চারটি জিনিস রাসূলুল্লাহ (ﷺ) কখনো ছাড়তেন না। (১) আশুরার রোযা, (২) যিলহজ্বের (১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত) রোযা, (৩) প্রতি মাসে তিন দিনের রোযা, (৪) ফজরের পূর্বের দু' রাকআত সুন্নত। নাসায়ী
کتاب الصوم
عَنْ حَفْصَةَ ، قَالَتْ : " أَرْبَعٌ لَمْ تَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : صِيَامَ عَاشُورَاءَ ، وَالْعَشْرَ ، وَثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ ، وَرَكْعَتَانِ قَبْلَ الْفَجْرِ. (رواه النسائى)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসের মর্ম এই যে, এ চারটি জিনিস যদিও ফরয অথবা ওয়াজিব নয়; কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) এগুলোর ব্যাপারে এত যত্নবান ছিলেন যে, কখনো এগুলো ছুটত না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান