মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৯৫
রোযা অধ্যায়
ইফতারে তাড়াতাড়ি ও সাহরীতে দেরী করার হুকুম
৯৫. হযরত আনাস রাযি. সূত্রে হযরত যায়েদ ইবনে সাবেত রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)এর সাথে সাহরী খেলাম। তারপর তিনি ফজরের নামাযের জন্য দাঁড়িয়ে গেলেন। আনাস রাযি. বলেন, আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, সাহরী খাওয়া এবং ফজরের আযানের মধ্যে সময়ের কতটুকু ব্যবধান ছিল? তিনি উত্তর দিলেন, পঞ্চাশটি আয়াত তিলাওয়াত করার সমপরিমাণ সময়। বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنْ أَنَسٍ ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ : « تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ » ، قُلْتُ : كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ؟ " قَالَ : « قَدْرُ خَمْسِينَ آيَةً »
(رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

সঠিক উচ্চারণ ও কেরাআতের নিয়মাবলীর প্রতি লক্ষ্য রেখে পঞ্চাশটি আয়াত তিলাওয়াত করতে পাঁচ মিনিটের চেয়েও কম সময় ব্যয় হয়। এর ভিত্তিতে বলা যায় যে, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহরী খাওয়া ও ফজরের আযানের মধ্যে কেবল ৪/৫ মিনিটের ব্যবধান ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান