মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৯০
রোযা অধ্যায়
রমযান শুরুর এক দু'দিন আগ থেকে রোযা রাখার নিষিদ্ধতা
৯০. হযরত আম্মার ইবনে ইয়াসির রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি সন্দেহের দিন রোযা রাখল, সে আল্লাহর পয়গাম্বর আবুল কাসেম (ﷺ)এর হুকুমের অবাধ্যতা করল। -আবূ দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ, দারেমী
کتاب الصوم
عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ قَالَ مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
(رواه ابوداؤد والترمذى والنسائى وابن ماجه والدارمى)

হাদীসের ব্যাখ্যা:

সন্দেহের দিন দ্বারা উদ্দেশ্য ঐ দিন, যার ব্যাপারে সন্দেহ হয় যে, এটা হয়তো রমযানের দিন হবে। যেমন, ২৯শে শা'বান আকাশ মেঘাচ্ছন্ন থাকল এবং চাঁদ দেখা গেল না। এমতাবস্থায় পরবর্তী দিনের ব্যাপারে সন্দেহ হয় যে, আজ হয়তো চাঁদ উঠেছে এবং আকাশে মেঘ অথবা ধূলি থাকার কারণে তা দেখা যায়নি। তাই এ হিসাবে আগামীকাল রমযান হবে। শরী‘আতে এ সন্দেহ ও ধারণার কোন ভিত্তি নেই এবং এর উপর ভিত্তি করে ঐ দিন রোযা রাখতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন। আর কোন কোন হাদীস থেকে এ বিষয়টি জানা যায় যে, এমতাবস্থায় শা'বানের ৩০ দিন পূর্ণ করে পরে রোযা রাখতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান