মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৮৪
রোযা অধ্যায়
চাঁদ দেখা প্রসঙ্গ
৮৪. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা চাঁদ দেখে রোযা রাখ এবং চাঁদ দেখে রোযা ছাড়। আর যদি (২৯ তারিখে) চাঁদ দেখা না যায়, তাহলে শা'বানের ৩০ দিনের গণনা পূর্ণ করে নাও। -বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ »

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, রমযানের শুরু ও সমাপ্তির বিষয়টি চাঁদ দেখার উপর নির্ভর করে। কেবল কোন হিসাব, ইঙ্গিত অথবা অনুমানের ভিত্তিতে এর হুকুম দেওয়া যাবে না। তারপর চাঁদ দেখার প্রমাণের একটি পদ্ধতি তো এই যে, আমরা নিজেরা নিজ চোখে চাঁদ দেখে নিলাম। আর একটি পদ্ধতি এই যে, অন্য কেউ চাঁদ দেখে আমাদেরকে বলল, আর ঐ ব্যক্তিটি আমাদের কাছে নির্ভরযোগ্য। স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে কখনো কখনো এমন হয়েছে যে, তিনি অন্য কোন দর্শনকারীর সংবাদ এবং সাক্ষ্যের ভিত্তিতে চাঁদ দেখার বিষয়টি মেনে নিয়েছেন এবং রোযা রাখার অথবা ঈদ করার হুকুম দিয়ে দিয়েছেন। যেমন, সামনের কোন কোন হাদীস দ্বারা জানা যাবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান