মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৮২
রোযা অধ্যায়
ইতিকাফ প্রসঙ্গ
৮২. হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইতিকাফকারীর ব্যাপারে বলেছেন: সে (ইতিকাফের কারণে এবং মসজিদে বন্দী হয়ে যাওয়ার দরুন) গুনাহ থেকে বেঁচে থাকে এবং পুণ্য অর্জনকারীদের মত পুণ্য তার জন্যও অব্যাহত থাকে। -ইবনে মাজাহ্
کتاب الصوم
عَنِ ابْنِ عَبَّاسٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْمُعْتَكِفِ « هُوَ يَعْكِفُ الذُّنُوبَ ، وَيُجْرَى لَهُ مِنَ الْحَسَنَاتِ كَعَامِلِ الْحَسَنَاتِ كُلِّهَا »
(رواه ابن ماجة)
(رواه ابن ماجة)
হাদীসের ব্যাখ্যা:
যখন একজন বান্দা ইতিকাফের নিয়্যতে নিজেকে মসজিদে বন্দী করে নেয়, তখন সে যদিও ইবাদত, যিকির, তিলাওয়াত ইত্যাদির মাধ্যমে নিজের পুণ্যের মধ্যে নতুন নতুন সংযোজন ঘটায়; কিন্তু অনেক বড় বড় পুণ্যের কাজ থেকে সে অক্ষম ও অপারগও হয়ে যায়। যেমন, সে রোগীদের সেবা করতে পারে না- যা বিরাট পুণ্যের কাজ। অনুরূপভাবে সে কোন অসহায়, মিসকীন, ইয়াতীম ও বিধবার সাহায্যের জন্য ছুটাছুটি করতে পারে না, কোন মুর্দাকে গোসল দিতে পারে না- যা সওয়াবের নিয়্যতে এবং এখলাছের সাথে করা হলে বিরাট প্রতিদান লাভের ওসীলা হয়। তদ্রূপভাবে সে জানাযায় অংশ গ্রহণ করার জন্য বাইরে যেতে পারে না- মৃত ব্যক্তিকে দাফনের উদ্দেশ্যে কবরস্থানে যেতে পারে না- যেখানে গেলে প্রতি কদমে গুনাহ মাফ হয় এবং সওয়াব লিখা হয়। কিন্তু এ হাদীসে ইতিকাফকারীকে সুসংবাদ দেওয়া হয়েছে যে, তার আমলনামায় আল্লাহ্ তা'আলার হুকুমে ঐসব পুণ্যও লিখে দেওয়া হয়, ইতিকাফের কারণে যেগুলো করতে সে অপারগ ও অক্ষম হয়ে যায়, অথচ অন্য সময় সে এগুলো করতে অভ্যস্ত ছিল। আল্লাহু আকবার! কত বড় সৌভাগ্য ও পুণ্য অর্জনের কত বিরাট সুযোগ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)