মা'আরিফুল হাদীস
রোযা অধ্যায়
হাদীস নং: ৮০
রোযা অধ্যায়
ইতিকাফ প্রসঙ্গ
৮০. হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) রমযানের শেষ দশকে ইতিকাফ করতেন। এক বছর তিনি ইতিকাফ করতে পারলেন না। তাই পরবর্তী বছর তিনি বিশ দিন ইতিকাফ করে নিলেন। -তিরমিযী
کتاب الصوم
عَنْ أَنَسٍ قَالَ : كَانَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "يَعْتَكِفُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ، فَلَمْ يَعْتَكِفْ عَامًا ، فَلَمَّا كَانَ الْعَامُ الْمُقْبِلُ ، اعْتَكَفَ عِشْرِينَ".
(رواه الترمذى)
(رواه الترمذى)
হাদীসের ব্যাখ্যা:
হযরত আনাস রাযি.-এর এ হাদীসে এ কথার কোন উল্লেখ নেই যে, এক বছর ইতিকাফ না করতে পারার কারণ কি ছিল। তবে নাসায়ী ও আবু দাউদ শরীফে হযরত উবাই ইবনে কা'ব রাযি. থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে, যেখানে এর স্পষ্ট উল্লেখ রয়েছে যে, এক বছর রমযানের শেষ দশকে হুযুর (ﷺ)-কে কোন এক সফরে যেতে হয়েছিল। এ কারণে তিনি ইতিকাফ করতে পারেন নি। তাই পরের বছর তিনি বিশ দিন ইতিকাফ করেছিলেন।
বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত হয়েছে যে, যে বছর হুযুর (ﷺ) ইন্তিকাল করেন, সে বছরও তিনি বিশ দিন ইতিকাফ করেছিলেন। এ বিশ দিনের ইতিকাফ সম্ভবত এ কারণে ছিল যে, তিনি ইঙ্গিতে জানতে পেরেছিলেন যে, অচিরেই তাঁকে এ দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। এ জন্য ইতিকাফের মত আমলের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া সম্পূর্ণ স্বভাবজাত ব্যাপার ছিল। কেননা, মিলনের প্রতিশ্রুতি যখন নিকটে এসে যায়, তখন হৃদয়ের উত্তাপও তীব্রতর হয়ে উঠে।
বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত হয়েছে যে, যে বছর হুযুর (ﷺ) ইন্তিকাল করেন, সে বছরও তিনি বিশ দিন ইতিকাফ করেছিলেন। এ বিশ দিনের ইতিকাফ সম্ভবত এ কারণে ছিল যে, তিনি ইঙ্গিতে জানতে পেরেছিলেন যে, অচিরেই তাঁকে এ দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে। এ জন্য ইতিকাফের মত আমলের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া সম্পূর্ণ স্বভাবজাত ব্যাপার ছিল। কেননা, মিলনের প্রতিশ্রুতি যখন নিকটে এসে যায়, তখন হৃদয়ের উত্তাপও তীব্রতর হয়ে উঠে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)