মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ৬৬
রোযা অধ্যায়
রোযার মূল্য ও এর প্রতিদান
৬৬. হযরত সাহল ইবনে সা'দ রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে, যাকে 'রাইয়‍্যান' বলা হয়। এ দরজা দিয়ে কিয়ামতের দিন কেবল রোযাদাররাই প্রবেশ করবে, তাদের ছাড়া অন্য কেউই এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সে দিন বলা হবে: রোযাদাররা কোথায়? এ ডাক শুনে তারা দাঁড়িয়ে যাবে, তাদের ছাড়া আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রোযাদাররা যখন এ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করে যাবে, তখন দরজা বন্ধ করে দেওয়া হবে। তারপর কেউ আর এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। -বুখারী, মুসলিম
کتاب الصوم
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ : " إِنَّ فِي الجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ ، يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ القِيَامَةِ ، لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ ، يُقَالُ : أَيْنَ الصَّائِمُونَ؟ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ ، فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ "
(رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

রোযার মধ্যে যে কষ্টটি সবচেয়ে বেশী অনুভব হয় এবং রোযাদার যে জিনিসটির বেলায় বেশী ত্যাগ স্বীকার করে সেটা হচ্ছে তার পিপাসিত থাকা। এ জন্য তাকে যে পুরস্কার ও প্রতিদান দেওয়া হবে, এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ও প্রধান দিকটি তৃপ্তি ও সজীবতার হওয়া চাই। এ রহস্যের কারণে জান্নাতে রোযাদারদের প্রবেশের জন্য যে বিশেষ দরজাটি নির্দিষ্ট করা হয়েছে, এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তৃপ্তি ও প্রাণের সজীবতা। 'রাইয়্যান' শব্দের আভিধানিক অর্থ হচ্ছে পূর্ণ তৃপ্তি। এ পরিপূর্ণ তৃপ্তি তো হচ্ছে ঐ দরজার বৈশিষ্ট্য, যা দিয়ে রোযাদাররা জান্নাতে প্রবেশ করবে। সামনে জান্নাতে গিয়ে আল্লাহ্ তা'আলার যেসব নেয়ামত তারা লাভ করবে, এর জ্ঞান তো কেবল আল্লাহ্ তা'আলারই রয়েছে। তিনি বলেছেন: রোযা আমার জন্যই এবং আমিই এর প্রতিদান দিব।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান