মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ১৬
যাকাত অধ্যায়
যাকাত-সদাকার হকদার কারা
১৬. হযরত আব্দুল মুত্তালিব ইবনে রাবীআ ইবনে হারিস রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: এসব সদাকা-যাকাত হচ্ছে মানুষের মালের ময়লা, আর এটা মুহাম্মদ ও মুহাম্মদ পরিবারের জন্য হালাল নয়। -মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ عَبْدَ الْمُطَّلِبِ بْنَ رَبِيعَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ ، وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ ، وَلَا لِآلِ مُحَمَّدٍ »
(رواه مسلم)
(رواه مسلم)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে যাকাত-সদাকাকে এ দৃষ্টিতে মালের ময়লা বলা হয়েছে যে, যেভাবে ময়লা দূর হয়ে গেলে কাপড় পরিষ্কার হয়ে যায়, তেমনিভাবে যাকাত বের করে নিলে অবশিষ্ট মাল আল্লাহর নিকট পবিত্র হয়ে যায়। এতে এ দিকেও ইঙ্গিত রয়েছে যে, যতদূর সম্ভব যাকাতের মাল ব্যবহার করা থেকে বিরত থাকা চাই। এ জন্যই রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং নিজের জন্য এবং কিয়ামত পর্যন্ত আপন বংশধর বনী হাশেমের জন্য যাকাতকে নাজায়েয সাব্যস্ত করে গিয়েছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)