মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ১৩
যাকাত অধ্যায়
যাকাত-সদাকার হকদার কারা
১৩. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রকৃত মিসকীন ঐ ব্যক্তি নয়, যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় এবং এক দুই গ্রাস খাবার অথবা এক দু'টি খেজুর তাকে এখান থেকে সেখানে নিয়ে যায়; বরং আসল মিসকীন হচ্ছে ঐ ব্যক্তি, যে প্রয়োজন পূরণের কোন উপকরণ পায় না এবং (নিজের অভাব গোপন রাখার কারণে) মানুষ তার অবস্থাও বুঝে না যে, তাকে দান করবে। আর সে নিজে দাঁড়িয়ে মানুষের কাছে সওয়ালও করে না। -বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : « لَيْسَ المِسْكِينُ الَّذِي يَطُوفُ عَلَى النَّاسِ تَرُدُّهُ اللُّقْمَةُ وَاللُّقْمَتَانِ ، وَالتَّمْرَةُ وَالتَّمْرَتَانِ ، وَلَكِنِ المِسْكِينُ الَّذِي لاَ يَجِدُ غِنًى يُغْنِيهِ ، وَلاَ يُفْطَنُ بِهِ ، فَيُتَصَدَّقُ عَلَيْهِ وَلاَ يَقُومُ فَيَسْأَلُ النَّاسَ »
(رواه البخارى ومسلم)
(رواه البخارى ومسلم)
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির উদ্দেশ্য এই যে, যে পেশাদার ভিক্ষুক মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে, সে প্রকৃত মিসকীন ও যাকাতের হকদার নয়; বরং যাকাত-সদাকার জন্য এমন সওয়ালবিমুখ অভাবীদেরকে তালাশ করতে হবে, যারা লজ্জা ও সাধুতার কারণে নিজেদের অভাবের কথা কারো কাছে প্রকাশ করে না এবং কারো কাছে সওয়াল করে না। এসব লোকই হচ্ছে প্রকৃত মিসকীন, যাদের খেদমত ও সাহায্য করা খুবই পছন্দনীয় আমল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)