মা'আরিফুল হাদীস
যাকাত অধ্যায়
হাদীস নং: ৩
যাকাত অধ্যায়
যাকাত আদায় না করার শাস্তি
৩. হযরত আয়েশা (রাযি) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি: যাকাতের মাল যখন অন্য মালের সাথে মিশে যায়, তখন এটা ঐ মালকে ধ্বংস করে দেয়। -মুসনাদে শাফেয়ী, তারীখে বুখারী, মুসনাদে হুমায়দী
کتاب الزکوٰۃ
عَنْ عَائِشَةَ قَالَتْ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، يَقُوْلَ : مَا خَالَطَتِ الصَّدَقَةُ مَالًا قَطُّ اِلَّا اَهْلَكَتْهُ.
(رواه الشافعى والبخارى فى تاريخه والحميدى فى مسنده)
(رواه الشافعى والبخارى فى تاريخه والحميدى فى مسنده)
হাদীসের ব্যাখ্যা:
ইমাম বুখারীর উস্তাদ ইমাম হুমায়দী (রহঃ) হযরত আয়েশা রাযি.-এর এ হাদীসটি তাঁর মুসনাদ গ্রন্থে উল্লেখ করে এর অর্থ এ বর্ণনা করেছেন যে, কারো উপর যদি যাকাত ওয়াজিব হয় আর সে এটা আদায় না করে, তাহলে বে-বরকতীর কারণে তার অবশিষ্ট মালও ধ্বংস হয়ে যাবে।
ইমাম বায়হাকী তাঁর শু'আবুল ঈমান গ্রন্থে ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-এর সূত্রে হযরত আয়েশা রাযি.-এর এ হাদীসটি বর্ণনা করে বলেছেন যে, ইমাম আহমাদ (রহঃ) বলতেন, এ হাদীসটির মর্ম ও প্রয়োগস্থল এই যে, যদি কোন ধনী ব্যক্তি (যে যাকাতের হকদার নয়,) ভুল পন্থায় যাকাত গ্রহণ করে নেয়, তাহলে এ যাকাত তার অন্য মালের সাথে মিশে গিয়ে এটাকে ধ্বংস করে ফেলবে। সংকলকের ধারণায় হাদীসের শব্দমালায় এ উভয় ব্যাখ্যারই অবকাশ রয়েছে এবং এ দু'টির মধ্যে কোন বৈপরিত্য নেই।
ইমাম বায়হাকী তাঁর শু'আবুল ঈমান গ্রন্থে ইমাম আহমাদ ইবনে হাম্বল (রহঃ)-এর সূত্রে হযরত আয়েশা রাযি.-এর এ হাদীসটি বর্ণনা করে বলেছেন যে, ইমাম আহমাদ (রহঃ) বলতেন, এ হাদীসটির মর্ম ও প্রয়োগস্থল এই যে, যদি কোন ধনী ব্যক্তি (যে যাকাতের হকদার নয়,) ভুল পন্থায় যাকাত গ্রহণ করে নেয়, তাহলে এ যাকাত তার অন্য মালের সাথে মিশে গিয়ে এটাকে ধ্বংস করে ফেলবে। সংকলকের ধারণায় হাদীসের শব্দমালায় এ উভয় ব্যাখ্যারই অবকাশ রয়েছে এবং এ দু'টির মধ্যে কোন বৈপরিত্য নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)