মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৩৪৩
সলাত অধ্যায়
লাশ দাফনের রীতিনীতি ও তার আদাব
৩৪৩. হযরত আবদুল্লাহ্ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী কারীম ﷺ কে বলতে শুনেছি তোমাদের কেউ মারা গেলে তাকে ঘরে আবদ্ধ রাখবে না বরং তাকে অবিলম্বে কবর দিবে। তার পর মাথার দিকে সূরা বাকারার প্রথম অংশ (মুফলিহুন পর্যন্ত এবং পায়ের দিকে সূরা বাকারার শেষ অংশ আমানার রাসূলু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে। (রায়হাকীর শু'আবুল ঈমান, বিশুদ্ধমতে হাদীসটি মাওকূফ ইবনে উমর (রা.) এর উক্তি)
کتاب الصلوٰۃ
عَنْ عَبْدُاللهِ ابْنَ عُمَرَ ، قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : « إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوهُ ، وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ ، وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ بِفَاتِحَةِ الْكِتَابِ ، وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ فِي قَبْرِهِ » (رواه البيهقى فى شعب الايمان وقال والصحيح انه موقوف)
হাদীসের ব্যাখ্যা:
মৃতের লাশ ঘরে আবদ্ধ না রেখে বরং তাড়াতাড়ি কাফন-দাফন করার ব্যাপারে রাসূলুল্লাহ ﷺ-এর বিভিন্ন হাদীসে বিধৃত রয়েছে। ইবনে উমর (রা.) বর্ণিত হাদীসে লাশ কবরে রাখার পর সূরা বাকারার প্রথম ও শেষ অংশ পাঠ বিষয়ে যে স্পষ্ট নির্দেশ বর্ণিত তা ইবনে উমর (রা.)-এর নিজস্ব বাণী নয়। স্পষ্টতই একথা তিনি রাসূলুল্লাহ ﷺ থেকে শুনেই বলে থাকবেন। এটি যদিও বর্ণনাসূত্র মারফু' না হয়, কিন্তু হাদীস বিশারদ ও ফিকহবিদদের মূলনীতির আলোকে এ নির্দেশ মারফু' পর্যায়ের।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)