মা'আরিফুল হাদীস
সলাত অধ্যায়
হাদীস নং: ৩৪১
সলাত অধ্যায়
লাশ দাফনের রীতিনীতি ও তার আদাব
৩৪১. হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত যে, কবরে যখন লাশ রাখা হতো তখন নবী কারীম ﷺ বলতেন, بسْمِ اللهِ وَبِاللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ الله ("আল্লাহর নামে, আল্লাহর সাহায্যে এবং রাসূলুল্লাহ ﷺ এর মিল্লাতের উপর রেখে দিলাম।"
অন্য বর্ণনায় আছে, وَعَلَى سُنَّة رَسُولِ الله রাসূলুল্লাহ ﷺ এর তরীকার উপরে। (আহমাদ, তিরমিযী ইবনে মাজাহ ও আবু দাউদ)
অন্য বর্ণনায় আছে, وَعَلَى سُنَّة رَسُولِ الله রাসূলুল্লাহ ﷺ এর তরীকার উপরে। (আহমাদ, তিরমিযী ইবনে মাজাহ ও আবু দাউদ)
کتاب الصلوٰۃ
عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَدْخَلَ الْمَيِّتُ القَبْرَ ، وَقَالَ بِسْمِ اللهِ وَبِاللَّهِ وَعَلَى مِلَّةِ رَسُولِ اللهِ وَفِىْ رِوَايَةٍ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللهِ. (رواه احمد والترمذى وابن اجة وابو داؤد)